নড়াইল প্রতিনিধি : নড়াইল পৌরসভার উজিরপুর মৌজার ধোপাখোলা এলাকায় এক হিন্দু পরিবারের বসতবাড়ি ও পার্শ্ববর্তী এলাকার জমি দখলের অভিযোগ উঠেছে মোহাম্মদ উল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
গত ১০ অক্টোবর ভোরে নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার মোহাম্মদ উল্লাহ (৪৫) প্রায় ৭০-৮০ জন লোক নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে গাছ কেটে ফেলে ও ঘর ভাঙচুর করে। ঘটনার ৫ দিন অতিবাহিত হওয়ার পরও ভুক্তভোগী পরিবারের মধ্যে আতঙ্ক কাটছে না।
ভুক্তভোগী দুলাল চন্দ্র বিশ্বাস (৭২) জানান, মোহাম্মদ উল্লাহ লোকবল নিয়ে মুহূর্তের মধ্যেই নারকেল, পেয়ারা, সুপারি, আম ও কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফল ও বনজ গাছ ইলেকট্রিক করাত দিয়ে কেটে ফেলে। এ সময় তারা একটি ঘরও ভেঙে ফেলে। বাধা দিতে গেলে দুলাল চন্দ্র বিশ্বাস ও তাঁর স্ত্রীকে ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, তার বসতভিটার প্রায় সাড়ে ১১ শতক জমিসহ পার্শ্ববর্তী জমি, পুকুর ও প্রতিবেশী মান্নান, নাসিমা এবং রূপগঞ্জ বাজারের ব্যবসায়ী অলোক কুন্ডুর জমিসহ ১ একরের বেশি জায়গা দখলের চেষ্টা করছে মোহাম্মদ উল্লাহ।
অলোক কুন্ডু নামের আরেক জমির মালিক বলেন,‘আমি ধোপাখোলার তপন বিশ্বাসের কাছ থেকে সাড়ে ৪২ শতক জমি কিনেছি। সম্প্রতি মোহাম্মদ উল্লাহ সন্ত্রাসী কায়দায় সেই জমিও দখলের চেষ্টা চালাচ্ছেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে ধোপাখোলা এলাকার আব্দুল মান্নানের বাড়ি ভাঙচুর ও দখলের অভিযোগ ছিল। ওই ঘটনার প্রতিবাদে গত বছরের ১১ জুন নড়াইল আদালত সড়কে মানববন্ধন হয়েছিল। অভিযোগ রয়েছে, মান্নানের জমি এখনও তার দখলেই রয়েছে।
জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু বলেন,‘আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেছি। জোরপূর্বক জমি দখল ও গাছ কাটার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
তবে এ অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ উল্লাহ বলেন,‘আমি কারও জমি দখল করিনি। ধোপাখোলায় আমার নিজের জমি রয়েছে, সেটি বুঝে পাওয়ার জন্যই কাজ করছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম বলেন,‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available