• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩২ রাত ০৮:৪৮:১৭ (09-Oct-2025)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে ইউএনও, দিলেন দিকনির্দেশনা

৯ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০৫:০৫

সংবাদ ছবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে একটি বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

৯ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

Ad
Ad

পরিদর্শনকালে এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, সহকারী শিক্ষক মাওলানা মো. আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান আকন্দ, সহকারী শিক্ষক বীথি বিশ্বাস ও সহকারী শিক্ষক জুলেখা খাতুনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad

ইউএনও শাহ জহুরুল হোসেন শ্রেণিকক্ষ পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, উপস্থিতি ও শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। পরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন,“শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে। অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শিক্ষকরা যদি আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন, তবে এই বিদ্যালয় একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন “বিদ্যালয় শুধু পাঠদানের কেন্দ্র নয়, এটি চরিত্র গঠনেরও স্থান। তাই শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।

ইউএনও শাহ জহুরুল হোসেন অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে লিখিতভাবে কারণ জানতে চিঠি প্রদান করার পরামর্শ দেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নওগাঁয় বিশ্ব ডাক দিবস পালিত
৯ অক্টোবর ২০২৫ রাত ০৮:০৮:৫৪





সংবাদ ছবি
১৫ অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষর
৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৫৮

সংবাদ ছবি
নীলফামারীতে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
৯ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:১৪


Follow Us