স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলুর মনোনয়নের দাবিতে কয়েক হাজার মহিলা নেত্রী ও কর্মীর অংশগ্রহণে বিশাল মিছিল, গণসংযোগ এবং ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নাগরপুর-দেলদুয়ার আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুল এর নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা নেত্রী ও কর্মীরা অংশ নেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। পরে মধ্যাহ্নভোজের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এসময় উপস্থিত ছিলেন- শিউলি আক্তার, নাসিমা বেগম নাসু, হোসনিয়া পারভিন, সোনিয়া, মমতাজ, রুমা, তাসমিয়া আক্তার জুঁই, ইউপি সদস্য নাসিমা বেগম, মরজিনা বেগম, লাভলী আক্তার, নার্গীস বেগম, লাকী আক্তার, ফরিদা আক্তার, শাহানাজ, আমেনা প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available