• ঢাকা
  • |
  • সোমবার ২১শে আশ্বিন ১৪৩২ সকাল ১০:৫২:৫৯ (06-Oct-2025)
  • - ৩৩° সে:

প্রেমের টানে পালিয়ে যাওয়া তরুণীকে পাবনা থেকে উদ্ধার

৬ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৪৮:৫২

সংবাদ ছবি

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় হরগজ ইউনিয়ন থেকে প্রেমের টানে পালিয়ে যাওয়া তরুণীকে পাবনা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

তথ্য অনুসন্ধানে জানা যায়, চার মাস আগে হরগজ খাশের চর এলাকার সিরাজুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া আক্তারকে(১৬) পরিবার থেকে পক্ষ থেকে মোবাইল কিনে দেয়। কয়েক দিন পর তরুণা সুমাইয়া সেই মোবাইলে পাবনা জেলার সাকিলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সেই সম্পর্কে টানে কাউকে কিছু না বলে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে পাবনা চলে যায়।

Ad
Ad

একদিন পর সুমাইয়া তার পরিবারকে মোবাইল ফোনে জানায়, ভালবাসার টানে প্রেমিকের হাত ধরে চলে এসে সুখে শান্তিতে আছে। তাদেরকে খুঁজতে নিষেধ করে।

Ad

অপরদিকে তরুণীর বাবা মেয়ে সুমাইয়াকে ফিরে পেতে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ করেন। দ্রুত মেয়ের সন্ধান না পেয়ে সাটুরিয়া ডাকবাংলোতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের  হস্তক্ষেপ কামনা করেন। তার ধারাবাহিকতায় সাটুরিয়া থানা পুলিশ ৪ অক্টোবর শনিবার রাতে নাটোর থেকে সুমাইয়াকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

উদ্ধার হওয়া সুমাইয়া জানান, মোবাইলে মাধ্যমে পাবনার এলাকার সাকিলের তার সাথে সম্পর্ক হয়। সে নিজ ইচ্ছাই তার হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে। সেখানে সে ভালোই ছিল।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনটি বন্ধ থাকায় আমাদের খুঁজে পেতে দেরী হয়। এ বিষয়ে সাটুরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
বিশ্ব বসতি দিবস আজ
৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৫০:২৮








Follow Us