শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অনেককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম জানান, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে নিয়ে বিকৃত একটি ছবি শেয়ার করেন। এর ফলে বৃহস্পতিবার বিকেল থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার সকালে বিএনপির নেতাকর্মীরা মাওলানা ইলিয়াসকে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে জামায়াতের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল মিজি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নেছার আহমেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল কুদ্দুস, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি কামালসহ ১০ জন গুরুতর আহত হন। এর মধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি আছেন এবং বাকি ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন মোবাইল বলেন, 'আমার ব্যক্তিগত ফেসবুক থেকে একটি ছবি অসাবধানতাবশত শেয়ার হয়েছে। বিষয়টি আমাকে কয়েকজন জানানোর পর আমি মুছে দিই।'
তিনি আরও বলেন, 'আমার মোবাইল ঘরে থাকে, অনেক সময় বাচ্চারা ব্যবহার করে। বাচ্চারাও হয়তো শেয়ার করতে পারে। পরে আমি ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছি। শুক্রবার সকালে বসে বিষয়টি মীমাংসার কথা ছিল। আমার উদ্দেশ্য ছিল ক্ষমা চাওয়া। কিন্তু তারা বসার আগেই আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়, এতে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হন।'
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির হাফেজ আবদুল মোতালেব বলেন, 'আমাদের আহতদের মধ্যে রয়েছেন- ৪নং ওয়ার্ড পালিশারা গ্রামের জামায়াতের আমির হাফেজ আহমেদ, সেক্রেটারি ফয়সাল, মোহাম্মদপুর ১নং ওয়ার্ড জামায়াতের আমির আনোয়ার হোসেন, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির হাফেজ আবদুল মোতালেব, কর্মী শরীফ, সাদ্দাম, মনু, রাশেদ ও রাজু। তারা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।'
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, 'আমাদের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টি উপজেলা বিএনপির নেতাদের জানানো হয়েছে। দলীয় যে নির্দেশনা আসবে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।'
উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোজাম্মেল হোসেন পরান বলেন, 'বিষয়টি আমি নিজেই দেখছি। যা হয়েছে, তার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। এরপরও হামলা হওয়াটা দুঃখজনক।'
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী বলেন, 'আমাদের নেতা তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার ছবিকে বিকৃত করে মাওলানা ইলিয়াস ফেসবুকে পোস্ট করেছেন। এ নিয়ে প্রতিবাদ জানালে জামায়াতের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। এতে প্রায় ১৫ জন আহত হন।'
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, 'দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available