• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:৩৩ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

২ মে ২০২৫ বিকাল ০৫:৫১:০৯

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।

Ad

জানা যায়, উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ফুলতলা এলাকায় ৬৫ শতক জমির ৯ ভাই-বোন ওয়ারিশ থাকলেও ভাগ বণ্টন না হওয়ার আগেই বিটুল নামের এক ভাইয়ের কাছে ভয় দেখিয়ে, নানা কৌশলে ২০২৩ সালে ৮ শতক জমি কিনে নেন ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন।

Ad
Ad

পরে এ নিয়ে কোর্টে মামলা করেন বিটুলের ভাই বাবলুর রহমান। মামলা চলা অবস্থায় গত ৩০ এপ্রিল বুধবার আলমগীর ভাড়াটে শতাধিক লোক নিয়ে এসে জমিতে থাকা টমেটো, ইউক্যালিপটাস ও বাঁশঝাড় কেটে জমিটি দখল করে।

আলমগীর হোসেন বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিটুলের স্ত্রী মুক্তা বেগম বলেন, আমার স্বামীর কাছে তারা কিছু টাকা পায়, আলমগীর ছাত্রলীগের নেতা হওয়ায় আমার স্বামীকে ভয় দেখিয়ে, জোর করে, নানা কৌশলে আট শতক জমি রেজিস্ট্রি করে নেয়।

বাবলুর রহমান বলেন, আমরা ছয় ভাই দুই বোন এবং মা ৬৫ শতক জমির ওয়ারিশ। আমরা এখনও ভাগ বণ্টন করি নাই। ২০২৩ সালে আমার ভাই বিটুলকে ভয় দেখিয়ে চুপ করে তার কাছ থেকে ৮ শতক জমি রেজিস্ট্রি নেয়। পরে আমি আদালতে মুসলিম আইনে জমি ফেরতের মামলা করি। মামলা চলছে কিন্তু হঠাৎ বুধবার আলমগীর ভাড়াটে সন্ত্রাসী এনে জমিটি দখল করে। সে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েও প্রকাশ্যে জমি দখল করে ঘুরতেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তার অত্যাচারে মানুষ এলাকায় থাকতে পারে নাই।

বিটুলের ভাই ফজলুল করিম বলেন, এই জমিটা আমার দখলে থাকলেও আমরা এখনও ভাগ বণ্টন করি নাই। আমার ভাই বিটুলের কাছে তারা চুপ করে রেজিস্ট্রি করে নিয়েছে। জমিতে আমি টমেটো চাষ করছি। তারা বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে এনে টমেটোর গাছ, ইউক্যালিপটাস গাছসহ বাঁশ কেটে নিয়ে গেছে। আওয়ামী লীগ না থাকলেও সে এখনও এলাকা দাপিয়ে বেড়াচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত আলমগীরের বক্তব্য পাওয়া যায় নাই। তবে তার ভাই রুহুল আমিন বলেন, আমরা গত ২৯ তারিখে মামলার রায় পেয়েছি। এজন্য জমিটা দখল করে নিয়েছি।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, এবিষয়ে গতকাল রাতে থানায় জমি দখলের একটি মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:০০

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:৪৬




Follow Us