• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই কার্তিক ১৪৩২ সকাল ০৭:৫৬:৫৯ (24-Oct-2025)
  • - ৩৩° সে:

খুলনার কয়রায় বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

১০ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৫৫:৩১

সংবাদ ছবি

খুলনা ব্যুরো: খুলনার কয়রায় হাত-পা বাঁধা অবস্থায় হোসনেয়ারা (৭০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাড়ির কাজের লোক ফাকু (৪৫) ও প্রতিবেশী রহমান সানার ছেলে আব্দুল্লাহকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

৯ এপ্রিল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাদারবাড়িয়া গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা। নিহত হোসনেয়ারা ওই গ্রামের মৃত হাফিজুর রহমান সানার স্ত্রী।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের সন্তান তাকে বাড়িতে রেখে খুলনায় গিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে এসে দেখেন তার মায়ের ঘরের গেটে তালা লাগানো। মাকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে পুলিশকে সংবাদ দেন। কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে হোসনেয়ারার হাত পা বাঁধা মৃতবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের ভিতরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান।

Ad

নিহতের বড় ছেলে তুহিন বলেন, খুলনা যাওয়ার একদিন পর অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে এসে ঘরের ভিতর থেকে গ্রিলে তালা লাগানো দেখি। পাশে চাচার বাড়িতে গিয়ে তাদের নিয়ে বাড়িতে আসি। পরে জানালার গ্রিল দিয়ে দেখতে পাই, ঘরের মধ্যে খাটের উপর মশারির মধ্যে মা শুয়ে আছে। বাইরে থেকে অনেক ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশের সাথে গ্রিল ভেঙে ঘরে ঢুকে মায়ের মরদেহ দেখতে পাই।

কয়রা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, একটা মোবাইল থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গেট ভেঙে ঘরে প্রবেশ করি। মরদেহটির হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ঘটনার তদন্ত করছি। কে বা কারা হত্যা করেছে এটা এখনও জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
২৩ অক্টোবর ২০২৫ রাত ০৮:৪৪:৪৪

সংবাদ ছবি
আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে যা রয়েছে
২৩ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩৭:২০

সংবাদ ছবি
বড় জয়ে সিরিজ বাংলাদেশের
২৩ অক্টোবর ২০২৫ রাত ০৮:২৩:৩৬









Follow Us