• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩২ রাত ১১:১৫:৩৪ (09-Jan-2026)
  • - ৩৩° সে:

‘মুখে ভাত’ অনুষ্ঠানের দাওয়াতিরা এসে অংশ নিলেন শিশু আয়াতের জানাজায়

১৪ জানুয়ারী ২০২৪ সকাল ১১:২১:৫৮

‘মুখে ভাত’ অনুষ্ঠানের দাওয়াতিরা এসে অংশ নিলেন শিশু আয়াতের জানাজায়

যশোর প্রতিনিধি: যশোরে সাত মাস বয়সী আয়াতের ১২ জানুয়ারি শুক্রবার ছিল ‘মুখে ভাত অনুষ্ঠান। প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদেরও দাওয়াত দেওয়া হয়েছিল। শুক্রবার জুম্মার নামাজের পর বাড়িতে মেহমানরা আসবেন, খাবেন আনন্দ করবেন এটাই ছিল প্রত্যাশা।

Ad

কিন্তু সেই আনন্দ অনুষ্ঠান বিষাদে রূপ নিল মুহূর্তের মধ্যেই। আয়াতের মুখে ভাত অনুষ্ঠানে যাদের দাওয়াত ছিলো তারা সবাই এসেছিলেন, কিন্তু খেতে নয়, আয়াতের জানাজার নামাজে অংশ নিতে। হঠাৎ শারীরিক অসুস্থতায় আয়াতকে পাড়ি জমাতে হয় না ফেরার দেশে।

Ad
Ad

যশোর ঝিকরগাছা উপজেলার নির্বাসখেলা ইউনিয়নের বল্লা গ্রামে এই ঘটনা ঘটে। শিশু আয়াত বল্লা গ্রামের শাহরিয়ার আহমেদ শুভর একমাত্র কন্যা।

শিশু আয়াতের দাদু ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক সুজন মাহমুদ চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন, যশোর কুইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান আয়াতকে মৃত ঘোষণা করেছেন। কারণ হিসেবে চিকিৎসক বলেছেন, আয়াত দুর্বল হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।

তিনি জানান, শিশু আয়াতের হাম উঠেছিল। গত দুদিন ধরে বমি হচ্ছিল। ১১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে তাকে ঝিকরগাছার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক শিশু আয়াতকে খুলনায় রেফার করে। কিন্তু তার পরিবার খুলনায় না নিয়ে শহরের কুইন্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আয়াত মৃত্যুবরণ করে।

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনে সভাপতি আশরাফুজ্জামন বাবু বলেন, “শিশু আয়াতের মুখে ভাত অনুষ্ঠান বিষাদে রূপ নিল। কত আয়োজন চলছিল ওকে ঘিরে। সব আয়োজন মুহূর্তের মধ্যে অর্থহীন হয়ে গেল। পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। শুক্রবার সন্ধ্যায় শিশু আয়াতের জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ: ইসি
ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ: ইসি
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২৮:৪৮


বাসা থেকে পায়ে হেঁটে অফিসে তারেক রহমান
বাসা থেকে পায়ে হেঁটে অফিসে তারেক রহমান
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৪:৩১


নদীর বুকে রাতে জেগে থাকা মানুষ পরশ মাঝি
নদীর বুকে রাতে জেগে থাকা মানুষ পরশ মাঝি
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:২৪:৫৫


মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ
মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ
৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১২


শেষ দিনে ইসিতে আপিলের হিড়িক, ১৩১ প্রার্থীর আপিল
শেষ দিনে ইসিতে আপিলের হিড়িক, ১৩১ প্রার্থীর আপিল
৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:৫৫



Follow Us