• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা মাঘ ১৪৩২ রাত ০২:৩৯:৩০ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়লেন তামিম

৪ আগস্ট ২০২৩ সকাল ০৯:৪৭:২২

ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়লেন তামিম

নিজস্ব প্রতিবেদক: ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। ৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সভাপতির বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি।

Ad

পিঠের ইনজুরির চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসার পর থেকেই গুঞ্জন ছিল, তামিমের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারা। দুদিন এ নিয়ে গুঞ্জন চলার পর বৈঠকে বসেন তারা।

Ad
Ad

তবে তামিম ও পাপনের ওই বৈঠক হয়েছে কঠোর গোপনীয়তার সঙ্গে। সারাদিনে মিডিয়াকর্মীরা এ বিষয়ে কিছু জানতে পারেননি। বিকেলের দিকে ঘোষণা আসে, রাত ৮টায় বিসিবি সভাপতির গুলশানের বাসায় সংবাদ সম্মেলন হবে।

অবশেষে রাতের সংবাদ সম্মেলনে ওয়ানডের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এছাড়া ইনজুরির কারণে এশিয়া কাপেও খেলবেন না তিনি।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নেন দেশসেরা এ ওপেনার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
১৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:২৮





Follow Us