• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই মাঘ ১৪৩২ দুপুর ০২:১৬:১৪ (28-Jan-2026)
  • - ৩৩° সে:

ব্যাংকের ক্রেডেন্স ডেটার আধুনিক ঝুঁকি বিশ্লেষণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

২৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৫৩:৫৪

ব্যাংকের ক্রেডেন্স ডেটার আধুনিক ঝুঁকি বিশ্লেষণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট: হংকংভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ঝুঁকি বিশ্লেষণ প্ল্যাটফর্ম ক্রেডেন্স ডেটা (www.credencedata.com) সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে ঝুঁকি ব্যবস্থাপনা ও গ্রাহক যাচাই বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

Ad

প্রশিক্ষণে অংশ নেয় সিটি ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও মধুমতি ব্যাংক পিএলসি।

Ad
Ad

কর্মশালায় দেখানো হয়, কীভাবে ব্যাংকগুলো শুধুমাত্র পিডিএফ রিপোর্টের ওপর নির্ভর না করে ক্রেডেন্স ডেটার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও দ্রুত ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে। এই প্ল্যাটফর্মটি মূলত অন্তঃসীমান্ত বাণিজ্য অর্থায়নের জন্য তৈরি করা হয়েছে। এখানে যাচাইকৃত বাণিজ্য তথ্য ও বাস্তব শিপমেন্ট ডেটা ব্যবহার করে নির্ভুল সিদ্ধান্ত নেওয়া যায়।

প্রশিক্ষণের অন্যতম আকর্ষণ ছিল ক্রেডেন্স ডেটার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সহায়ক টুল ‘ইনসাইট লেন্স’। এটি শুধুমাত্র যাচাইকৃত উৎসের তথ্য বিশ্লেষণ করে ও অপ্রমাণিত তৃতীয় পক্ষের তথ্য ব্যবহার এড়িয়ে চলে। এই টুলের মাধ্যমে ব্যাংকের ক্রেডিট ও ট্রেড ফাইন্যান্স টিম তাৎক্ষণিকভাবে রিপোর্ট বিশ্লেষণ করতে পারে, ফলে সিদ্ধান্ত গ্রহণে গতি ও সামঞ্জস্য আসে।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল প্ল্যাটফর্মটির মাল্টি-শাখা সহযোগিতা ফিচার’, যার মাধ্যমে একটি ব্যাংকের সব শাখা নিরাপদভাবে একই ডেটা ভান্ডারে প্রবেশ করতে পারে ও প্রয়োজনমতো রিপোর্ট পুনর্ব্যবহার করতে পারে। এই ব্যবস্থা সরাসরি বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ক্রেডিট তথ্যভান্ডার গঠনের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যাংক খাতে ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে সহায়তা করবে।

ক্রেডেন্স ডেটার সহ-প্রতিষ্ঠাতা দিব্যা টাইলাং বলেন, ‘আমরা শুধু ব্যবসায়িক রিপোর্ট দিই না, বরং এমন একটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত-সহায়ক ব্যবস্থা তৈরি করেছি, যা আজকের দ্রুতগতির বাণিজ্য ও ক্রেডিট পরিবেশের জন্য প্রয়োজনীয়। আমাদের লক্ষ্য হলো ব্যাংকগুলোর হাতে যাচাইকৃত, ব্যবহারযোগ্য তথ্য তুলে দেওয়া, যাতে তারা ঝুঁকি ও সময় দুটোই কমাতে পারে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাংলাদেশে আসতে চায় পেপ্যাল, তবে...
বাংলাদেশে আসতে চায় পেপ্যাল, তবে...
২৮ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:১২:৪২




গোপালগঞ্জে ৩৬ কেজির বেশি গাঁজাসহ আটক ১
গোপালগঞ্জে ৩৬ কেজির বেশি গাঁজাসহ আটক ১
২৮ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১০:৫৩




Follow Us