নিজস্ব প্রতিবেদক: ভোলার ইলিশা-১ কূপকে দেশের ২৯ তম গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোলিয়ম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ২২ মে সোমবার সকালে রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
মন্ত্রী বলেন, ইলিশা-১ এ সম্ভাব্য মজুত ২০০ বিলিয়ন ঘনফুট, প্রতিদিন আনুমানিক উত্তোলন করা যাবে ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস। ২৬-৩০ বছর পর্যন্ত ইলিশা থেকে নিরবিচ্ছিন্ন গ্যাস উত্তোলন করা যাবে। দেশের মানুষের জন্য এটা বড় সুখবর।
তিনি আরও বলেন, এখানে পাওয়া গ্যাসের আনুমানিক বাজার মূল্য ৬ হাজার ৫০০ কোটি টাকা। সমপরিমাণ আমদানি করা গ্যাসের দাম বিশ্ববাজারে ২৮ হাজার কোটি টাকা।
ইলিশা-১ গ্যাসক্ষেত্রটি দেশের জ্বালানি খাতে বড় স্বপ্ন দেখাচ্ছে জানিয়ে তিনি বলেন, ভোলার গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে আমরা কাজ করছি। পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস ন্যাশনাল গ্রিডে সংযুক্ত করার পরিকল্পনা করছে সরকার। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সরকার চায় ২ বছরের মধ্যে পাইপলাইন স্থাপনের কাজ সম্পন্ন করতে ।
এর আগে ভোলার ইলিশাকে দেশের নতুন গ্যাসক্ষেত্র হিসেবে স্বীকৃতি দিতে জ্বালানি বিভাগে প্রস্তাব পাঠায় বাপেক্স।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2023, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available