• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:২৮:৩৫ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:২৮:৩৫ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে ডাকা পিটিআইয়ের বিক্ষোভ প্রত্যাহার

২৭ নভেম্বর ২০২৪ সকাল ০৯:২৯:০৪

পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে ডাকা পিটিআইয়ের বিক্ষোভ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভ’ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আজ ২৭ নভেম্বর বুধবার পিটিআই তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেছে, শিগগিরই নতুন কর্মসূচি দেওয়া হবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। একে তিনি ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরানের সমর্থকেরা। সমর্থকদের দাবি, ইমরান খানসহ পিটিআই দলের যে নেতারা বন্দি আছেন, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

বিক্ষোভ ঠেকাতে গত দুই দিন ধরে ইমরান সমর্থকের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে চারজনই নিরাপত্তা বাহিনীর সদস্য।

মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের ডি চকে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ইমরানের দল পিটিআই। বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি এবং ‘দেখামাত্র গুলি করার নির্দেশ’ দেওয়া হয়েছিল।

জিও নিউজ জানিয়েছে, সকল বাধা উপেক্ষা করে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে ইমরান সমর্থকেরা ডি চকে পৌঁছেও গিয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানে বেশিক্ষণ তারা টিকতে পারেনি।

পিটিআই সমর্থকদের ছত্রভঙ্গ হওয়ার কয়েক ঘণ্টা পরই বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা আসে।

পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘নিরস্ত্র নাগরিকদের ওপর বর্বরতা চালানো এবং রাজধানীকে কসাইখানাই পরিণত করার সরকারি চক্রান্ত রুখে দিতে আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সাময়িক স্থগিত করার ঘোষণা করছি।’

দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার আলোকে ভবিষ্যৎ কর্মপন্থা ঘোষণা করা হবে বলেও পিটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ছাড়া গত দুই দিনের বিক্ষোভে পিটিআইয়ের ৮ জন কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইমরান খানের দল।

২০২২ সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খানের দল এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

২০২৩ সালের মে মাসে ইমরান খানকে গ্রেফতার করা হয়। এর পর এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে ১৫০টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলের নেতাকে গ্রেফতারের প্রতিক্রিয়ায় এর আগেও দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকেরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০
৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৬:৩৬