• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ বিকাল ০৪:২৯:১৭ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

বাংলাদেশকে রুখে দিলো লেবানন

২২ জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯:৪৭

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: জমজমাট লড়াই করেও অবশেষে লেবাননের সাথে হাড়ের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। দুই দলের ফিফা র‍্যাঙ্কিং ব্যবধান প্রায় একশ হলেও ম্যাচ দেখে তা বোঝার বিন্দুমাত্র উপায় ছিলো না। ম্যাচের প্রথমার্ধে লেবাননকে শক্তভাবে প্রতিহত করলেও দ্বিতীয়ার্ধে এসে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের ডিফেন্স লাইন। শেষের দিকে ২-০ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়তে হয় জামাল ভূইয়াদের। এই পরাজয়ের ফলে একটা হেচট খেয়েই সাফ মিশন শুরু করলো লাল-সবুজের প্রতিনিধিরা।  

Ad

শুরুর চাপ সামলে প্রথমার্ধে লেবাননকে একরকম রুখে দেয় জামাল ভূঁইয়ার দল। ভারতের শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হয়ে ম্যাচের শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণ চালায় লেবানন।

Ad
Ad

প্রথমার্ধে বেশির ভাগ সময়েই বাংলাদেশকে চাপে রেখেছে লেবানিজরা। তাদের আক্রমণভাগের মুখে বেশ ভালোভাবেই প্রতিরোধ গড়ে তোলেন তপু বর্মন, বিশ্বনাথের ডিফেন্স লাইনাপ। ম্যাচের ৩৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা একটি কিক পোস্টে থাকা খলিল বাদেরের পায়ে গলে জালের দিকে আসলে ঝাপিয়ে পড়ে রক্ষা করেন জিকো।

তবে ম্যাচের দ্বিতিয়ার্ধে ৭৯ মিনিটে লেবাননের পক্ষে জয়সূচক গোল আসে ভাসান হাসান মাতুকের পায়ে। এ ছাড়া ইনজুরি টাইমে আরেকটি গোল করে দলকে এগিয়ে দেন খলিল বাদের।

এর আগে ম্যাচের ১৫ মিনিটেই গোলের দারুণ একটি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় লেবানন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৩:৪৯



সংবাদ ছবি
ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০৪:৪৫






Follow Us