• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ ভোর ০৫:২৭:৩২ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ ভোর ০৫:২৭:৩২ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরুড়ায় জ্বীন তাড়ানোর নামে প্রতারণার অভিযোগ

২৯ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:১৯:৩৫

বরুড়ায় জ্বীন তাড়ানোর নামে প্রতারণার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ ভবানীপুর ইউনিয়নের উত্তর শালুকিয়া গ্রামের অধিবাসী আলী আশ্রাফের বিরুদ্ধে জ্বীন তাড়ানোর নামে প্রতারণাসহ নানান অভিযোগ ওঠেছে।

তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লা পুলিশ সুপার, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জাতীয় ও কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সরকারের বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দিয়েছেন স্থানীয় রেজাউল করিম নামের এক ব্যক্তি।

অভিযোগে বলা হয়, ‘আলী আশ্রাফ একজন ভন্ড কবিরাজ এবং ভুয়া জ্বীন ফকির। নিজেকে মাওলানা পরিচয়ে প্রতারক আলী আশ্রাফ দীর্ঘ দিন ধরে ঝাড়-ফুঁকের মাধ্যমে জ্বীন তাড়ানোর নামে নারীদের শ্লীলতাহানী করে আসছেন। দালালের মাধ্যমে তার কাছে এনে বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ লোকজনকে জ্বীনের ভয় দেখিয়ে ঝাড়-ফুঁক-তাবিজ-কবজের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি।’

অভিযুক্ত আলী আশ্রাফের বিষয়ে অনুসন্ধানকালে স্থানীয় আবুল কালাম, ইউসুফ ও খোকন জানিয়েছেন, ‘নানান সমস্যা নিয়ে আলী আশ্রাফের কাছে প্রতিদিন এক থেকে দেড়শ’ লোক আসেন। অদৃশ্য জ্বীনের নাম করে প্রত্যেকের কাছ থেকে চুক্তিতে মোটা অংকের টাকা হাতিয়ে নেন তিনি। তার প্রতারণা যেন থামছেই না।’

নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে কবিরাজ আলী আশ্রাফ সাংবাদিকদের বলেন, ‘বিগত ৩০ বছর ধরে তিনি কবিরাজী করে আসছেন। দৈনিক ১০/১৫ জন রোগী দেখেন। যে যা টাকা দেন তাই তিনি নিয়ে থাকেন। তিনি জ্বীন তাড়িয়ে থাকেন, কারো কাছে পাঠান না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩