• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৫৫:২৪ (25-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৫৫:২৪ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

শারীরিক প্রতিবন্ধকতাও দমাতে পারেনি তাদের

২০ মে ২০২৩ রাত ০৮:৫৯:৪৯

শারীরিক প্রতিবন্ধকতাও দমাতে পারেনি তাদের

আদনানুল আলম, কুবি প্রতিনিধি: জন্মের পর থেকেই মাহাথির মোহাম্মদ (২২) শারীরিকভাবে বিভিন্ন সমস্যায় ভুগছেন । তবুও দমে যাননি তিনি। বগুড়া থেকে হুইল চেয়ারে করে গুচ্ছ পদ্ধতির বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।

তিনি এ বছর বগুড়া সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাশ করেছেন। তার পিতার নাম মো. ফজলুর রহমান এবং মায়ের নাম জোসনা বেগম।

মাহাথির বড় হয়ে শিক্ষকতা করতে চান। তিনি বলেন, আমি বড় হয়ে একজন কলেজের শিক্ষক হতে চাই। পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে এবং আমার পরীক্ষাও ভালো হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হওয়াতে আমার পরিক্ষা দিতে সুবিধা হলো, আমি পরিক্ষায় পাশ করতে করবো ইনশাল্লাহ।

মাহাথিরের মা জোসনা বেগম বলেন, আমার ছেলে জন্মের পর থেকেই এ সমস্যায় ভুগছে। ছোট বেলায় বিজ্ঞান বিভাগে ভর্তির ইচ্ছা থাকলেও বিজ্ঞান বিভাগে পড়ালেখার চাপ বেশী থাকায় তার ইচ্ছাতেই মানবিক বিভাগে ভর্তি করি। আমি আমার ছেলের সাফল্য দেখে যেতে চাই।  

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মহাথির মোহাম্মদের মতো  আরেকজন হলেন শাকিল শান্ত। জন্মের পর থেকেই শাকিল হাতের সমস্যায় ভুগছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছে ভর্তি পরীক্ষা দিতে। তার বাবা পেশায় একজন কৃষক।

শাকিল বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে চাই। বিসিএস এর মাধ্যমে আমি একজন ম্যাজিস্ট্রেট হতে চাই। আমার এক হাতে সমস্যা থাকলেও চলাফেরার পথে নিজেকে অন্যদের মতই স্বাভাবিক মনে হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খোকসায় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা
২৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:৪৩:৪১




ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজ আদায়
২৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:২০:২৭



চতুর্থ ধাপের ৫৫ উপজেলায় ভোট ৫ জুন
২৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:০৫:৫০