• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩৮:১৩ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩৮:১৩ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

লাগাতার সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিষ্ঠ তিতুমীর কলেজের আবাসিক শিক্ষার্থীরা

৯ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২১:৫২

লাগাতার সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিষ্ঠ তিতুমীর কলেজের আবাসিক শিক্ষার্থীরা

তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২২টি বিভাগ। মাসখানেক যাবত টানা আয়োজিত হচ্ছে বিভিন্ন বিভাগের র‍্যাগ ডে ও বিভাগীয় ভোজ নামক সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিতুমীর কলেজে নভেম্বরের ১২ তারিখ থেকে অনার্স চতুর্থ বর্ষ এবং ২৪ তারিখ থেকে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কলেজের অডিটোরিয়ামের পেছনের হলগুলোর আশেপাশে প্রতিদিন বিভিন্ন বিভাগের আয়োজনে ভোজ ও উচ্চশব্দে গান-বাজনা চলার কারণে ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা অস্বস্তিতে পরেছে।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিনি বলেন, ১২ তারিখ থেকে আমাদের পরীক্ষা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গান-বাজনা চলে। এ কারণে পড়াশোনা, নামাজ, দুপুরে ঘুম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এভাবে চলতে থাকলে আমরা কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেব?

প্রথম বর্ষের শিক্ষার্থী নিশা জানান, আমাদেরও পরীক্ষা ২৪ তারিখ থেকে শুরু হবে। প্রতিদিনের এই গান-বাজনার কারণে পড়ার পরিবেশ নেই। হলের অন্যান্য শিক্ষার্থীরাও একই সমস্যায় ভুগছেন। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত

আরেক শিক্ষার্থী জানান, হলে থাকা শিক্ষার্থীদের জন্য এটি বিশেষ অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষার আগে এমন পরিবেশ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করছে। কলেজ প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে পরীক্ষার সময়ে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

এবিষয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডল বলেন, আমি এ বিষয়ে বিভাগীয় প্রধানগণকে জানিয়ে দিয়েছি যে ভোজের অনুষ্ঠান ২টা থেকে চারটা পর্যন্ত চলবে এবং খুব উচ্চ স্বরে কিছু করা যাবে না। তাছাড়া বলা হয়েছে ঐ নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষকরা উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটা শেষ করে তার পর যাবে। কিন্তু এ নিয়ম কেওই ওভাবে মানছে না৷ আমরা নতুন করে আর কোনো অনুষ্ঠানের অনুমতি দেবো না। আগামীকাল একটা অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও এতোগুলা অভিযোগ পাওয়ার পর আমি বিভাগীয় প্রধানকে অনুষ্ঠান কেন্সেলের বিষয়টি বলে দিয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০
৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৬:৩৬