• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:০৭:০১ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:০৭:০১ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

ইতিবাচক পরিবর্তনের গল্প তুলে ধরতে কাজ করবে গ্রামীণ ডানোন-ব্যাকপেজ

২১ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:১১:২৪

ইতিবাচক পরিবর্তনের গল্প তুলে ধরতে কাজ করবে গ্রামীণ ডানোন-ব্যাকপেজ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক ব্যবসায়িক উদ্যোগ গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড শীর্ষস্থানীয় পাবলিক রিলেশনস সংস্থা ব্যাকপেজ এর সাথে একটি অংশীদারিত্ব করেছে। ব্যাকপেজ, স্টারকম ওয়ার্ল্ডওয়াইড’র নিবেদিত জনসংযোগ সংস্থা। এই অংশীদারিত্বের আওতায় এখন থেকে গ্রামীণ ডানোনের পিআর এবং কমিউনিকেশনসের দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি।

এছাড়া, গ্রামীণ ডানোন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে গ্রামীণ সম্প্রদায়ের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে কাজ করে যাচ্ছে। জীবন পরিবর্তনের এই গল্পগুলো সবার সামনে নিয়ে আসার প্রত্যয় নিয়ে একসাথে কাজ করবে গ্রামীণ ডানোন এবং ব্যাকপেজ।

এ উপলক্ষ্যে মিরপুরে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের পক্ষ থেকে এর ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ; সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা এবং ব্যাকপেজ পিআর এর ডিরেক্টর আশিক ইকবাল সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০০৬ সালে চালু হওয়ার পর থেকে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড গ্রামাঞ্চলের শিশুদের মাঝে বিদ্যমান পুষ্টির ঘাটতি মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছে। স্থানীয়ভাবে তৈরি খাদ্যে প্রায়শই প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি লক্ষ্য করা যায়। এই সমস্যার সমাধানে এবং তরুণ প্রজন্মের জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গ্রামীণ ডানোন।

গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ বলেন, ‘এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা পরিবর্তনের গল্পগুলো সবার সামনে তুলে ধরতে চাই, যেন আমরা যেসব কমিউনিটির জন্য কাজ করছি তারা আমাদের কর্মকাণ্ড সম্পর্কে আরও সচেতন হতে পারেন।’

গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের বিক্রয় ও বিপণন পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর) সুরাইয়া সিদ্দিকা বলেন, ‘শিশু এবং তাদের পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি আমরা। ব্যাকপেজ পিআর এর দক্ষতা কাজে লাগিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমে তাদের জীবনে আশার সঞ্চার করার ব্যাপারে আমরা আশাবাদী। এছাড়া, আমাদের ব্র্যান্ডের মূল লক্ষ্য অর্জনেও ভূমিকা রাখবে ব্যাকপেজ।’

দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠান ব্যাকপেজ পিআর কৌশলগত দিকনির্দেশনা প্রদান করার মাধ্যমে গ্রামীণ ডানোনকে এর অংশীদারদের সাথে অর্থবহ যোগাযোগ স্থাপনে সহায়তা করবে।

এই অংশীদারিত্ব গ্রামীণ ডানোনের জনসংযোগ প্রচেষ্টাকে আরও বেগবান এবং তাদের লক্ষ্য পূরণের উদ্দেশে আরও মানুষের সাথে সংযুক্ত করবে।

ব্যাকপেজ পিআর এর ডিরেক্টর আশিক ইকবাল বলেন, ‘গ্রামীণ ডানোন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সম্প্রদায়গুলোতে আমূল পরিবর্তন নিয়ে আসছে এবং তাদের জীবনে প্রভাব ফেলেছে। আমরা এই জীবন পরিবর্তনের গল্পগুলো সবার সামনে তুলে ধরতে ডানোনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বাস চাপায় দাদি-নাতি নিহত
১৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫:০৭

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
১৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৭:০৭


আশুলিয়ায় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের
১৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৫:০২