• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১০:০১:০০ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১০:০১:০০ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাবনার মানুষের বঞ্চনা বিবেককে তাড়না দেয়: রাষ্ট্রপতি

২৮ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৫৭:৪২

পাবনার মানুষের বঞ্চনা বিবেককে তাড়না দেয়: রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি: পাবনার মানুষ বঞ্চিত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বলেন, ‘আমার কোনো দায় (পাবনার উন্নয়নে) নেই, আমি পাবনার মানুষ, পাবনার সন্তান। পাবনায় জন্মগ্রহণ করছি। পাবনার মানুষ এতো বঞ্চিত! এগুলো বিবেকের তাড়নায় করতে হয় এবং করাটা আমার দায়িত্ব।’

২৭ সেপ্টেম্বর বুধবার রাত ৯টার দিকে পাবনার সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি অনুমোদন হওয়া পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিবসহ সবাইকে আমি ডেকে যখন বললাম, তখন সকলেই বিস্মিত হলো। তার মানে কী? সোজা কথা হলো যে আপনারা যাদের জনপ্রতিনিধি বানিয়েছেন, আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে তারা এই বিষয়গুলো নিয়ে সচিবালয়সহ জাগায় জাগায় উত্থাপনই করেনি। কারো নলেজেই নাই। তার বিস্মিত হওয়ার পরে বললাম, রিয়্যালি ফ্যাক্ট। ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত এটা নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি।’

স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রণালয়, পরিকল্পনা প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন সচিব ও সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলার মাধ্যমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালকে একনেকে পাস করা হয়েছে বলে জানিয়ে রাষ্ট্রপতি আরও বলেন, ‘একনেকে পাস হওয়ার পর ৩০ জন ভিক্ষুককে খাওয়ানোর জন্য মানত করেছিলাম। কেউ কেউ বলে, যারা এতোদিন এই বিষয়টি উত্থাপনই করেনি তারা বলে হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন নাকি কি.. স্থাপন হবি তা এখানে গিয়ে কি হবি? এমনিই হইতো, ওমনিই হয়তো। মানে লোকজন যাতে ওখানে না আসে এরকম একটা নেগেটিভ প্রচার করা হয়েছে। যারা ব্যর্থ তারা তো এটা করবেই। ’

ঢাকা-পাবনা রেললাইন উদ্বোধনের অগ্রগতি নিয়ে বলেন, ‘রেলমন্ত্রী, সচিব স্বাক্ষরের পর এটি চূড়ান্তভাবে পাস হতে প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। প্রধানমন্ত্রী এটি আরেকটু যাচাই করতে বলেছেন যে, এটি হলে সরকার কতটুকু লাভবান হবে। তিনি এটা করতেই পারেন। রেলমন্ত্রী জানিয়েছেন, এটি খুব শিগগিরই হবে। এখন কেউ এটাকে নিয়ে সমালোচনা করতেই পারে। নাও করতে পারে। আমার যতটুকু করার ততটুকু করছি। আমি যে সেপ্টেম্বর বলে দিলাম আর সেপ্টেম্বর হয়ে গেল এটা ভাবার কোনো সুযোগ নেই। আমার বলার প্রেক্ষাপটটা একটু বিবেচনা করবেন। সব কিছুই একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে হয় না। কোনো সময় হয়ে যায়, কোনো সময় হয় না।’

এর আগে বুধবার বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর ৪টা ৩০ মিনিটে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন এবং সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪