• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:২৫:২৫ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:২৫:২৫ (13-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

২৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:৪৭:২২

পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জানাযায় সময়মতো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) না যাওয়ায় ক্ষুব্ধ লোকজন রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই এক মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন করেছেন।

২২ সেপ্টেম্বর শুক্রবার সকালে আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম (৭৮) এর দাফন হয়ে যাওয়ার পর কবরস্থানে গিয়ে মুক্তিযোদ্ধা ও জনতার তোপের মুখে পড়েন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স। এ নিয়ে মুক্তিযোদ্ধাসহ স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার নিজ বাড়ি মহিষভেড় গ্রামে মারা যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। তিনি দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।

পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নিজাম উদ্দিন জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ইউএনওকে বিষয়টি জানানো হয়। পরে নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল ১০টায় দাফনের সময় নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার রাতে আবারও ইউএনও সাহেবের সাথে কথা হয়, সকাল ১০টায় তিনি উপস্থিত থাকবেন। সে অনুযায়ী আমরা অপেক্ষা করতে থাকি ও বারবার ফোন দিতে থাকি। কিন্তু ইউএনও ফোন রিসিফ করেননি। সকাল ৯টার দিকে পুলিশের টিম এসে পৌঁছে। কিন্তু ইউএনও আর আসেন না।

আমরা প্রায় আধঘন্টা পর্যন্ত অপেক্ষা করলেও উপজেলা প্রশাসনের যখন কেউ আসেননি, তখন আমরা স্থানীয় মুরব্বিদের পরামর্শে দাফন করে ফেলি। লাশ দাফনের পর ইউএনও এসে পৌঁছান। তখন স্বাভাবিকভাবে মানুষ একটু ক্ষুব্ধ হয়। তাৎক্ষণিক তোপের মুখে পড়েন ইউএনও।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে আরও জানান, এর আগেও নারায়নডহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামসহ আরও দুইজন মুক্তিযোদ্ধাদের দাফন কাজে সময়মতো যেতে পারেননি ইউএনও সাহেব।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, আমি বেশ কিছুদিন যাবত শারীরিকভাবে কিছুটা অসুস্থ । শুক্রবার সকালে ঘুম থেকে জাগতে একটু দেরী হয়েছে। তাছাড়া গাড়িটাও নষ্ট ছিল। এর পরও এসি-ল্যান্ডের গাড়ি নিয়ে গিয়েছি। তবে একটু বিলম্বে। আমি সময়মতো পৌঁছতে না পারায় বীর মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়েছি। আশা করি, আপনারাও বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭