• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:১৬:৩৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:১৬:৩৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উজিরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা

২৯ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৩৬:২১

উজিরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সুদের টাকার চাপ সহ্য করতে না পেরে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ২৮ আগস্ট সোমবার দিবাগত রাতে উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর নাম নীকু বেগম (৫৫), সে স্থানীয় সুজন খানের স্ত্রী।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয় সেলিম তালুকদার ও নুর-এ-আলমের কাছে থেকে সুদে টাকা নেন নিহত গৃহবধূ নীকু বেগম। আর্থিক অনটনের কারনে সুদের টাকা পরিশোধ করতে পারছিলেন না নীকু বেগম। এ নিয়ে সোমবার রাত ২টা পর্যন্ত শালিশ-দরবার হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় রফিক সরদার, সবুজ শিকদার ও মামুন শিকদার । এ ঘটনার প্রেক্ষিতে ২৯ আগস্ট মঙ্গলবার ভোর ৫টায় নীকু বেগম তার ভাই পিপলু সর্দারের মুরগির খামারের সিলিংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহত নীকু বেগম ২ পুত্র ও ১ কন্য সন্তানের জননী। তার ২পুত্র সোহেল ও রুবেল ঢাকায় চাকরি করে এবং সেখানে জমি কিনে বাড়ি নির্মানের কাজ করছে। সেই বাড়ির কাজ করতে গিয়েই স্থানীয়দের কাছ থেকে লক্ষাধিক টাকা ঋন করেন নীকু বেগম। সময়মত টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় স্থানীয় প্রভাবশালীরা তাকে নিয়ে শালিশী বৈঠক করে। এ ঘটনায় আপমান সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন বলে জানায় স্থানীয়রা।

অন্যদিকে নীকু বেগমের কন্যা সাথী বেগম (২৬) ও পুত্রবধূ রিনা বেগম (৩০) গণমাধ্যমকে জানান, তার মামা পিপুল সর্দারসহ একাধিক ব্যক্তি মিলে পরিকল্পিতভাবে নীকু বেগমকে হত্যা করেছে।

এ ঘটনায় উজিরপুর মডেল থানার এ.এস.আই. তরুণ হালদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪