• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০৩:০৫:৪৬ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০৩:০৫:৪৬ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাদ্রাসা প্রিন্সিপালের মৃত্যু

২২ আগস্ট ২০২৩ রাত ০৯:১১:২১

গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাদ্রাসা প্রিন্সিপালের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরীর কাশিমপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মাদ্রাসা প্রিন্সিপালের মৃত্যু হয়েছে। ২২ আগষ্ট মঙ্গলবার দুপুরে নগরীর কাশিমপুর জিতার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ মাওলানা মোসলেম উদ্দিন কাউসার (৫০) রংপুরের পীরগাছা থানার চালুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কাশিমপুর থানাধীন পূর্ব এনায়েতপুরে আল হেকমা তাহফিজুল মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল দুপুরে  কাশিমপুর থেকে ডিবিএল গ্রুপের একটি কাভার্ড ভ্যান জিতার মোড়ের দিকে যাচ্ছিল। এসময় মোটরসাইকেলে একই দিকে যাচ্ছিলেন প্রিন্সিপাল মাওলানা মোসলেম উদ্দিন কাউসার। পেছন থেকে কাভার্ডভ্যানটি মোটরসাইকেলে থাকা প্রিন্সিপালকে ধাক্কা দিলে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হলেও পালিয়ে যায় চালক ।

কাশিমপুর মেট্রো থানার এ. এস. আই. খলিলুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করলেও ঘাতক চালক পালিয়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শাহবাগ অবরোধকারীদের সরিয়ে দিল পুলিশ
১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:০৬