• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ১০:৪২:২৩ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ১০:৪২:২৩ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি ছাত্রলীগ নেতা

১৭ আগস্ট ২০২৩ সকাল ১০:৩৩:৩২

ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি ছাত্রলীগ নেতা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতাকে অহেতুক মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী, আওয়ামী লীগ ও ছাত্রলীগ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। তাদের দাবি, যে ঘটনায় ছাত্রলীগ নেতা আসাদুল হাসান মাকসুদকে মামলার আসামি করা হয়েছে, ওই সময় ঘটনাস্থলেও ছিলেন না ওই ছাত্রলীগ নেতা।

১৬ আগস্ট বুধবার বেলার ১১টায় উপজেলার সুবিদখালী রহমান ইসাহাক পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি করেন এলাকাবাসী, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী।

মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, ছাত্রলীগ নেতা আসাদুল হাসান মাকসুদকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে একটি কুচক্রীমহল মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। তারা আরও বলেন, ওই ছাত্রলীগ নেতা আসন্ন ছাত্রলীগের কাউন্সিলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এছাড়া যেদিনের ঘটনায় তাকে মামলার আসামি করা হয়েছে, ওই দিন ঘটনাস্থলেও ছিলেন না তিনি। সঠিক তদন্তের মাধ্যমে মামলা থেকে অব্যহতির দাবি জানান মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আনোয়ার জোমাদ্দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিব মৃধা প্রমুখ।

উল্লেখ্য, মির্জাগঞ্জ দরবার শরিফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. আতাউল্লাহ নামের এক যুবককে  কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় ১৩ জনকে আসামি করে মামলা করেন। ওই ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও মামলায় ৪নং আসামি করা হয় ছাত্রলীগ নেতা আসাদুল হাসান মাকসুদকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মেহেরপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৭:৫০




ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬০
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:১১:০৬