• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪২:২৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪২:২৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সরকার দেশের মানুষের উন্নয়নের কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১৫ আগস্ট ২০২৩ বিকাল ০৪:৪৮:১৩

সরকার দেশের মানুষের উন্নয়নের কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী রংপুর সমাবেশে এসে আমাদের রংপুরের উন্নয়নে ও তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের প্রকল্প দিয়েছে। আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে টিসিবির মাধ্যমে ১ কোটি পরিবারকে প্রয়োজনী খাদ্য সামগ্রী দিচ্ছি।

১৫ আগস্ট রংপুরের পীরগাছায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের লোকদের যারা হত্যা করেছে, বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী উন্নয়নকে বাঁধা সৃষ্টি করেছে; তারাই এখন নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি নেতাকর্মীদের সরকারের উন্নয়নের কথা সাধারণ জনগণের কাছে তুলে ধরার নির্দেশ দেন।  

জাতীয় শোক দিবস উপলক্ষে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।  উপজেলা হলরুমে শোক সভা, দোয়া মিলাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।  

শোক সভায় পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন,  জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান,  আরিফুর হক লিটন,  জাহিদুল ইসলাম জাহিদসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

পীরগাছায় অনুষ্ঠান শেষে কাউনিয়াতে তিস্তা নদী পরিদর্শন ও শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ