• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০২:০০:৩৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০২:০০:৩৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মৎস্যখাতে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় স্বর্ণপদক পেলেন এরশাদ মাহমুদ

২৬ জুলাই ২০২৩ বিকাল ০৪:২৩:১২

মৎস্যখাতে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় স্বর্ণপদক পেলেন এরশাদ মাহমুদ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় স্বর্ণপদক-২০২৩ পেয়েছেন রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ। ২৫ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে পদক তুলে দেন । এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম ও মৎস্য অধিদফতরের মহাপরিচালক খ. মাহবুবুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, এবছর নির্ধারিত ৯টি ক্ষেত্রের মধ্যে ৮টি ক্ষেত্রে স্বর্ণ, ৭টি ক্ষেত্রে রৌপ্য ও ৬টি ক্ষেত্রে ব্রোঞ্জ পদক দেয়া হয়েছে। এরমধ্যে সফল খামারি এরশাদ মাহমুদ স্বর্ণ পদক পেয়েছেন। এর আগেও তিনি ২০১৩ সালে জাতীয় মৎস্য পদক পেয়েছিলেন। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক গ্রহণ করেছিলেন তিনি।

এরশাদ মাহমুদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির ছোট ভাই। রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে তাঁর রয়েছে ৪৫টি মৎস্য প্রজেক্ট। এছাড়াও রয়েছে বিভিন্ন ফলজ, বনজ এবং ঔষধি গাছের বাগান, গরু-মহিষ ও বিলুপ্ত প্রাণী গয়ালের খামার, ধান, সূর্যমুখীসহ বিভিন্ন কৃষি প্রজেক্ট ।

বন্য গয়ালকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য ২০২১ সালের ৮ জানুয়ারি কৃষি ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পরিবর্তনের নায়ক ক্যাটাগরিতে স্ট্যান্ডার্ট চাটার্ড ব্যাংক-চ্যানেল আই কৃষি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এ ছাড়া কৃষি ক্ষেত্রে ইতিপূর্বে তিনি জেলা ও উপজেলা পর্যায়েও স্বীকৃতি অর্জন করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪