• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২৬:১৭ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২৬:১৭ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০

১ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:২২:০৮

লালমনিরহাটে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে যাত্রীবাহি বাস অন্তত ১০জন গুরুতর আহত হয়েছেন। ১ জুলাই শনিবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের শ্রুতিধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ১০ যাত্রীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতরা জানান, বাসটিতে নারী ও শিশুসহ ২৮ জন যাত্রী ছিলেন। রাতে ঢাকা গাবতলী হতে বুড়িমারী এক্সপ্রেস নামের বাসটি বুড়িমারী স্থলবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। চালক আলমগীর হোসেন শুরু থেকেই দ্রুত গতিতে বাসটি চালান। পরে লালমনিরহাট শহর অতিক্রম করে কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর এলাকায় আসলে বাসটি উল্টে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে বেশিরভাগ যাত্রী ভারতে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিজা আক্তার জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০