• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ ভোর ০৪:০৫:৫৪ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ ভোর ০৪:০৫:৫৪ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

পদ্মায় গরু বোঝাই ট্রলার ডুবি

২৪ জুন ২০২৩ দুপুর ০১:১৭:৫৩

পদ্মায় গরু বোঝাই ট্রলার ডুবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ২৪ জুন শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সূর্যকান্দি গ্রামে পদ্মায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের চৌহালী থেকে ৪৭টি কোরবানির গরু নিয়ে ট্রলারটি নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সূর্যকান্দি গ্রামে তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা গরুর মালিকরা স্থানীয়দের সহায়তায় ১৯টি গরু উদ্ধার করতে সক্ষম হয়।

খবর পেয়ে পুলিশ, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, উদ্ধার অভিযান চলছে। ২৮টি গরু এখনও নিখোঁজ রয়েছে। তবে ট্রলার ডুবিতে কোন মানুষ হতাহত হয়নি।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩