• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩২:০২ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩২:০২ (10-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ববিতে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২০ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৫৩:০৫

ববিতে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অনামিকা আক্তার, ববি প্রতিনিধি: ভুল তথ্য, কু-তথ্য, অপতথ্য, গুজব, ফেইক ছবি ও ভিডিও এবং তথ্য যাচাইবাছাই প্রক্রিয়াসহ নানা বিষয়ে জ্ঞান ভাগাভাগি করে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট চেকিং (তথ্য যাচাই) বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পায়। ২০ জুন মঙ্গলবার সকাল ৯ টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং’ বিষয়ক কর্মশালাটির আয়োজন করা হয়।

স্বাধীন গণমাধ্যম উন্নয়নে সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারনিউজের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডি বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা।

কর্মশালায় সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারের আগে ফ্যাক্ট চেক করার বিভিন্ন দিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কিভাবে ভুল বা মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে এবং তা কীভাবে নির্ভুলভাবে যাচাই করা যায় সে বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়।

কর্মশালার শেষে কথা হয় অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থীর সাথে। তারা জানান, বর্তমান সময়ে গণমাধ্যমে ফ্যাক্ট চেকিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃত তথ্য গ্রহণ (যাচাই) করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে এ কর্মশালা তাদের ভবিষ্যত কর্মজীবনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা করবে। পেশাগত সাংবাদিকতায় প্রবেশের ক্ষেত্রেও এ কর্মশালা সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ