• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০২:৫৮:৩৮ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০২:৫৮:৩৮ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোসাইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৭ জুন ২০২৩ বিকাল ০৪:৪৫:২৭

গোসাইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিহত লোকমান ঢালী (৫০)

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে ইজিবাইক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৬ জুন শুক্রবার জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে ইজিবাইক দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় মুন্সিরহাট এলাকায় লোকমান ঢালী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়। নিহত লোকমান ঢালী গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচুরা গ্রামের হাফেজ ঢালীর ছেলে। তিনি মুন্সিরহাট বাজারে ফার্নিচারের ব্যবসা করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা‌ ১২ টার দিকে গোসাইরহাট উপজেলার মুন্সিরহাট থেকে ইজিবাইকে করে উপজেলার নাগেরপাড়ায় আসার পথে ইজিবাইক উল্টে নিচে চাপা পড়ে নিহত হন লোকমান ঢালী।

এ ঘটনায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরে আলম জিকু জানান, এক অজ্ঞাতনামা রোগীকে রাস্তার আশেপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমরা প্রাথমিকভাবে পরীক্ষা করে তার ভেতরে প্রাণের চিহ্ন না পেয়ে ইসিজি করে দেখি এবং এরপর তাকে মৃত ঘোষণা করি। পরে আমরা গোসাইরহাট থানায় ফোন করে তথ্যটি জানাই।

গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, আমরা খবর পাই মুন্সিরহাট এলাকায় ইজিবাইক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। পরবর্তীতে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেডিকেল অফিসারের সাথে কথা বলে মরদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩