• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:২৭:০৫ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:২৭:০৫ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁদাবাজি বন্ধে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ

১৫ জুন ২০২৩ বিকাল ০৪:২৮:১২

চাঁদাবাজি বন্ধে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গার পোস্তগোলা সেতুর উপর দিয়ে চলাচলকারী সিএনজি থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ করেছে সিএনজি চালকরা।

১৫ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় কেরানীগঞ্জের হাসনাবাদ বিআরটিএর সামনে অবস্থান নিয়ে তারা ঢাকা- মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

এসময় মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা। দীর্ঘক্ষণ আটকে থেকে অনেকেই গাড়ি থেকে নেমে পায়ে হেটেই গন্তব্যের রওনা দেয়।

পরে প্রশাসনের পক্ষ থেকে চাঁদাবাজি বন্ধের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় চালকরা। এদিকে দীর্ঘ দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হলেও সেতুতে সিএনজি পারাপার বন্ধ থাকে।

সিএনজি চালকদের নেতা মো. মুন্না বলেন, চাদাবাজি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, সিটি করপোরেশনের নামে চাঁদাবাজির বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে উভয়পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধানের ব্যবস্থা করা হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাবিতে রাতভর সংঘর্ষ
১২ মে ২০২৪ সকাল ০৭:৫৭:৫৯