• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪১:০৪ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪১:০৪ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি ২ বান্ধবীর

১৫ জুন ২০২৩ দুপুর ০১:১৮:২৭

নিখোঁজের ১৫ দিনেও সন্ধান মেলেনি ২ বান্ধবীর

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ দুই বান্ধবী মোছা. হিমা খাতুন (১৭) ও মোছা. লিয়া খাতুন (১৮)-এর ১৫ দিনেও সন্ধান মেলেনি । পরিবার থেকে পৃথকভাবে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে ।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাহর ইউনিয়নের সিংগা গ্রামের মো. আব্দুল হামিদ মিয়ার কন্যা মোছা. হিমা খাতুন ও একই ইউনিয়নের দক্ষিণ ছয়ঘড়িয়া (পাছপাড়া) গ্রামের মো. বাবু মিয়ার কন্যা মোছা. লিয়া খাতুন। তারা দুইজন ছয়ঘড়িয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

সহপাঠী মোছা মিরজানা খাতুন জানান, গত ৩১ মে তাদের ছিলো শেষ পরীক্ষা। মহিমাগঞ্জ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে কয়েক জন বান্ধবীসহ একই সাথে অটোভ্যান যোগে বাড়ির উদ্দেশ্যে কোচাশহর বাজারে এসে নামে। সেখানে তারা এক সাথে রমজানের স্টলে নাস্তা করে। নাস্তা শেষে তারা বাড়িতে আসার জন্য বের হলে হিমা ও লিয়া খাতুন তাদের বলে, তোরা যা আমাদের যেতে দেরি হবে। তখন ওদের ছেড়ে অন্যরা সবাই অটোভ্যান করে নিজ নিজ বাড়িতে চলে যায়।

এদিকে বেলা শেষে সন্ধ্যা গড়িয়ে এলেও তারা বাড়ি পৌঁছায় না । এতে অভিভাবকরা খুব চিন্তায় পড়ে যায়। তখন সহপাঠীদের বাড়িতে খোঁজ নিতে শুরু করে। খোঁজ নিয়ে জানতে পারে সবাই বাড়িতে আছে। নেই শুধু তারা দুই বান্ধবী হিমা ও লিয়া।

এরপর শুরু হয় আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি। কোথাও তাদের সন্ধান না পেয়ে পরিবার থেকে গত ২ জুন থানায় করা হয়েছে পৃথক দু’টি সাধারণ ডায়েরি।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন নিখোঁজের ডায়েরি আমলে নিয়ে তদন্তের জন্য দায়িত্ব দেন এসআই দীপক কুমারের উপর।

এ বিষয়ে এসআই দীপক কুমারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তারা দুই বান্ধবী পরীক্ষা শেষে একই সাথে বের হয়েছে। তবে তাদের উদ্ধারে তদন্ত অব্যাহত আছে । খুব তাড়াতাড়ি আমরা তাদের সনাক্ত করতে পারবো।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ