ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার স্থানীয় সাংবাদিকদের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
৩ মে বিকেল ৫টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে আয়োজিত থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কোয়ালিটি বাংলা টিভির প্রতিনিধি আলামিন বিন আমজাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক কৈলাস প্রসাদ গুপ্ত।
এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’।
বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী, বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মুহিব্বুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি-এশিয়ান টেলিভিশন ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকার, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ডা. সোলায়মান মন্ডল, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ জাকির।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কেএস জনি, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সদস্য আশরাফুল ইসলাম ও রুবেল হাসান, অনলাইন প্রেসক্লাবের নাঈমুর রহমান ও অন্যতম সদস্য লিমন হায়দার প্রমুখ।
এই দিবসটিতে সাংবাদিকদের স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available