• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই কার্তিক ১৪৩২ রাত ১১:৩৪:১২ (23-Oct-2025)
  • - ৩৩° সে:

বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র: শিক্ষামন্ত্রী

২২ মে ২০২৩ দুপুর ০২:১৫:১৬

সংবাদ ছবি

নেত্রকোনা প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, বরং এটি আমাদের আবেগ ও ভালবাসার নাম।

৭৫ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর শেখ হাসিনা যেভাবে বিশ্বনেত্রী হয়ে উঠেছেন, তা একদিন এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে দক্ষ নাগরিক হিসেবে হিসেবে গড়ে তুলতে হবে। 

Ad
Ad

২১ মে রোববার দুপুরে নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।

Ad

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আনিস মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান  অসিত সরকার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ইংরেজী বিভাগের চেয়ারম্যান হাফসা আক্তার ও শিক্ষার্থীদের পক্ষে ইলিন জাহান উর্মি।

মন্ত্রী স্মার্ট বাংলাদেশে বিনিমার্ণে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভালোভাবে পড়াশোনা করে নিজেদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

এর আগে ডা. দীপু মনি কেক কেটে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে মঞ্চে বসে ছাত্র-ছাত্রীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এসময় বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে বিকাল সাড়ে ৪ টায় তিনি নেত্রকোণা সরকারী কলেজে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশে যোগদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল
২৩ অক্টোবর ২০২৫ রাত ০৮:৪৪:৪৪

সংবাদ ছবি
আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে যা রয়েছে
২৩ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩৭:২০

সংবাদ ছবি
বড় জয়ে সিরিজ বাংলাদেশের
২৩ অক্টোবর ২০২৫ রাত ০৮:২৩:৩৬









Follow Us