• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ সন্ধ্যা ০৭:৩৩:৪৫ (09-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ সন্ধ্যা ০৭:৩৩:৪৫ (09-Jun-2023)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাউফলে হাফিজ মোল্লার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

২১শে মে ২০২৩ বিকাল ০৪:২৯:৩৮

বাউফলে হাফিজ মোল্লার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে হাফিজ মোল্লা ও আব্দুল খালেক মুন্সির বিরুদ্ধে চিটিংবাজিসহ প্রতারণার অভিযোগ এনে বিচারের দাবিতে বাউফল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন মো. নান্নু মোল্লা গং।

২১ মে রোববার বেলা এগারোটায় ভুক্তভোগীদের পক্ষে নান্নু মোল্লা লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘উপজেলার নাজিরপুর ইউনিয়নের মৃত আব্দুল কাদের মোল্লা পুত্র মো. হাফিজুর রহমান এবং মৃত এন্তেজ আলী মুন্সির পুত্র আব্দুল খালেক মুন্সি প্রতারক, টাউট ও সন্ত্রাসী প্রকৃতি লোক। তারা সরকারি বন্দোবস্ত মুলে ২ একর জমি পাইয়ে দেওয়ার কথা বলে ১৯৯৫ সাল থেকে এখন পর্যন্ত নাজিরপুরের প্রায় ৭২ জন মানুষের কাছ থেকে এককালিন ১ লক্ষ ৫০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে। এভাবে সবার কাছ থেকে টাকা পয়সা নিলেও কাউকে তিল পরিমাণ জমিও দেয় নি। জমির কথা বললেই বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। হাফিজ মোল্লার একান্ত সহযোগী হিসেবে কাজ করছে আব্দুল খালেক মুন্সি।’

এর ধারাবাহিকতায় তারা গত ২০ মে শনিবার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কচুয়া ৭৫ মৌজার মূল মালিকের বরাদ্দকৃত জমি তাদের অগোচরে অন্য লোকদের মালিক সাজিয়ে বিক্রি করে। সে জমি বুঝিয়ে দিতে গেলে আমরা মূল মালিকরা জানতে পেরে সেখানে উপস্থিত হই। এ সময় তারা আমাদের প্রকাশ্যে প্রাননাশের হুমকি দেয়। ঔ জমি তারা ভোগদখলের চেষ্টা করছে যা বেআইনি। আমরা হাফিজ মোল্লা ও আব্দুল খালেক মুন্সি গংদের কবল থেকে রক্ষা ও আমাদের জমি পুনরায় ফেরত পাওয়া সহ তাদের বিচার দাবি করছি। ইতোপূর্বে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। সেই সংবাদ সম্মেলনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল খালেক মুন্সি জানান, আমি একজন ইমাম মানুষ। যে সব অভিযোগ এসেছে তাতে আমরা কেউ জড়িত নই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আমতলীতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
৯ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০২:২৮





সিরাজুল আলম খান আর নেই
৯ই জুন ২০২৩ বিকাল ০৫:০৩:০৭







২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
৯ই জুন ২০২৩ দুপুর ১২:২৯:১১

উচ্চ রক্তচাপের লক্ষণ ও প্রতিকার
৯ই জুন ২০২৩ দুপুর ১২:০৩:০৫





ASIAN TV