• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই চৈত্র ১৪৩১ রাত ০৮:১৪:০৮ (27-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই চৈত্র ১৪৩১ রাত ০৮:১৪:০৮ (27-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

খুলনায় শেখ হাসিনার গোডাউন ভাঙচুর, লুটপাট

৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৩৯:৪৭

খুলনায় শেখ হাসিনার গোডাউন ভাঙচুর, লুটপাট

খুলনা প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় শেখ হাসিনার পৈত্রিক সম্পত্তিতে ভাঙচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা । ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টায় তারা এই লুটপাট চালায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ দিন রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল সহকারে জমায়েত হয়। পরে তারা ভাঙচুর শুরু করে। এসময় তারা ‘আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, জ্বালো-জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

স্থানীয় মানুষ ও আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, পাকিস্তান আমলে শেখ মুজিবুর রহমান তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে খুলনার দিঘলিয়ার ভৈরব নদের পাশে নগরঘাট এলাকায় ১ একর ৪৪ শতক জমিতে পাট গুদাম ও এক কক্ষের ঘরসহ জমি কেনেন। ওই জমিতে নির্মাণ করা হয় পাট গোডাউন, যা বর্তমানে ‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত।

উল্লেখ্য, দিঘলিয়ায় এই ১ একর ৪৪ শতক জমির কথা শেখ হাসিনা নিজেও জানতেন না। ২০০৭ সালে তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ওই জমির কথা জানতে পারেন তিনি। শেখ মুজিব তার জীবদ্দশায় পাটের গুদাম ও এক কক্ষের আধাপাকা ঘর ছিল সেই জমিতে। এই পাট গুদাম দেখাশোনা করতেন শেখ মুজিবের ছোটভাই শেখ আবু নাসের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বাংলাদেশ অনেক এগিয়ে গেছে: বান কি মুন
২৭ মার্চ ২০২৫ বিকাল ০৫:৩৬:০৫