• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩১ রাত ১২:৩২:৪৪ (19-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩১ রাত ১২:৩২:৪৪ (19-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

৪ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৪৭:৩৫

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চাচা- ভাতিজা নিহত হয়েছেন। 

৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আনামত মিয়া (৬০)। নিহত আমানত একই গ্রামের মিছির আলী ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ভিটেবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সাথে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় আমানত মিয়া বল্লমের আঘাতে মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উত্তরার কিশোর গ্যাং নেতা শিশির গ্রেফতার
১৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:২৭:২৪



২৯ এপ্রিল হজের প্রথম ফ্লাইট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৩:৫৫




নারায়ণগঞ্জে হাবিব হত্যায় নারীসহ গ্রেফতার ৫
১৮ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩:০১


শিক্ষার্থীদের সংঘর্ষে কুয়েট রণক্ষেত্র, আহত ১৫
১৮ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১২:৪৩