• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৮:০৫ (26-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৮:০৫ (26-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে বৃদ্ধের দোকান ও জমির ফসল জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৩০ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:০১:০৮

লক্ষ্মীপুরে বৃদ্ধের দোকান ও জমির ফসল জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ষাটোর্ধ্ব আবদুর রহমানের দোকানঘর ও জমির ফসল জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তার পরিবার। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর নিউ মার্কেট এলাকায় প্রকাশক ও সম্পাদক পরিষদের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভুক্তভোগী আবদুর রহমান লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের বাসিন্দা ও পেশায় তিনি স্থানীয় একটি মসজিদের খাদেম। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী আ. রহমান তাঁর লিখিত বক্তব্যে জানান, বিগত সরকারের সময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল খালেক স্থানীয় শান্তিরহাট বাজারে তার মালিকীয় ও দখলীয় দোকানঘর জবরদখল করে। এসময় বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে বস্তাবন্দি করে পার্শ্ববর্তী জমিতে ফেলে দেয় ওই আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা। সেসময় বিচার চেয়েও কোনো প্রতিকার পাননি তিনি। সম্প্রতি তার সম্পত্তি ফিরে পেতে স্থানীয়ভাবে চেষ্টা করলে আবদুল খালেক, তার স্ত্রী ও মেয়েদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে দেয়ার জন্য তৈরি করা ভিডিও দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়।

একপর্যায়ে নির্যাতনের স্মৃতি স্মরণ করে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, একই সময়ে ক্ষমতার অপব্যবহার দেখিয়ে সেনা সদস্য কফিল উদ্দিন ও তার ভাই প্রবাসী হেলাল তার ফসলি জমি দীর্ঘসময় দখলে নেয় বলে দাবি করেন।

এ বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় তার ইচ্ছে তার মালিকীয় ও দখলীয় নিষ্কণ্টক জমি ভোগ দখলে বাধা প্রদানকারী এই দুই প্রভাবশালীর বিচার দাবি করেন তিনি ও তার পরিবার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বাংলাদেশ দখল করা এত সহজ না: নুরুল হক নুর
২৬ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫৭:০৪





বাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত
২৬ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৩৪:১৯