• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৯:৫৬ (24-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৯:৫৬ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

এশিয়ান টিভি অনলাইনে নিউজ প্রকাশের পর অতিরিক্ত পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন

২৯ এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৩০:০৬

এশিয়ান টিভি অনলাইনে নিউজ প্রকাশের পর অতিরিক্ত পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন

আমতলী (বরগুনা) প্রতিনিধি: এশিয়ান টিভির অনলাইনে নিউজ প্রকাশের পর বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম তারেক রহমান সংখ্যালঘু পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গত ২৮ এপ্রিল বরগুনার আমতলীতে সংখ্যালঘু পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের পর প্রাণনাশের হুমকিতে আমতলী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ করেন উপজেলার গুলিশাখালি ইউনিয়নের গোছখালী গ্রামের রামেশ্বর রায় (৭৫)। থানায় অভিযোগ দায়ের এবং ভুক্তভোগীর বক্তব্য এশিয়ান টিভি অনলাইনে প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

২৯ এপ্রিল সকাল ১০ টায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান ও আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা সংখ্যালঘু পরিবারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার সত্যতা নিশ্চিত করেছেন। 

এরআগে, জমিজমা এবং বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে গত ২৬ এপ্রিল ভোর রাত ৪ টায় মতি সিকদার ও মকবুল সিকদার একদল ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে রামেশ্বর রায়ের দোকান ঘর ভাংচুর করে এবং দোকানে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। তখন রামেশ্বরের পরিবারের লোকজন ঘর ভাঙ্গার শব্দ পেয়ে  ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়ার চেষ্টা করে। কিন্তু হামলাকারীরা তাদের অকথ্য গালিগালাজ করে খুন ও জখমের উদ্দেশ্যে দাও, শাবল এবং লাঠিসোটা নিয়া ধাওয়া করে। এসময় প্রাণ ভয়ে ডাক চিৎকার করলে স্থাণীয় লোকজন চলে আসে। তখন হামলাকারীরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়।

বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) এস এম তারেক রহমান জানান, দোকান ঘর ভেঙে ফেলার ঘটনায় সত্যতা পাওয়া গেছে। যারা এমন কর্মকান্ড করেছে তাদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাচায় তরমুজ চাষে স্বাবলম্বী পাবনার কৃষকরা
২৪ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৫১:২৫


ধামরাইয়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
২৪ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:০২


পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
২৪ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:১৫:০৬