• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩১ রাত ১২:১৮:৪২ (24-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩১ রাত ১২:১৮:৪২ (24-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গণসংহতি’র পুষ্পস্তবক অর্পণ

১৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৫:৪৯

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গণসংহতি’র পুষ্পস্তবক অর্পণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি পুষ্পস্তবক অর্পণ করেছে। ১৪ ডিসেম্বর শনিবার বিকালে সাংগঠনিক ওই দুইটি কমিটির নেতৃবৃন্দ এ পুষ্পস্তবক অর্পণ করেন।  

সন্ধ্যায় গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রেরিত এক যৌথ বিবৃতিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন ও মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব বলেন, আমরা আজকের দিনে একাত্তর সালের সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা একইসাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

নেতৃবৃন্দ আরো বলেন, গত ৫ আগস্ট বিগত স্বৈরাচার সরকার পালিয়ে গেলেও তারা এখনো তৎপর। তাদের দেশি-বিদেশি দোসররা তৎপর আছে। ফ্যাসিবাদের দোসররা নানাভাবে এদেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে। আমরা দেখছি, বিগত স্বৈরাচার ভারতে আশ্রয় নিয়ে সেই দেশের গণমাধ্যম, তাদের সরকার এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বাংলাদেশকে সারাবিশ্বের সামনে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করছে, যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন ও মিথ্যা। ১৯৭১ সালের গণমানুষের আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ২৪ সালের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। সেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সবাইকে সহায়তা করবে। আমরা সকল রাজনৈতিক দলগুলোকে ন্যূন্যতম গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য ঐক্যের আহ্বান জানাই।

পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, সহ-সভাপতি সৌরভ সেন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আবারও ২০ বিলিয়নের নিচে রিজার্ভ
২৩ জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩০:৫৫



কালিয়াকৈরে বৃদ্ধের মরদেহ উদ্ধার
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬:০৬



এবারের বিপিএলে প্রথম হারের স্বাদ পেলো রংপুর
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২২:০৩


সিদ্ধিরগঞ্জে নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:১০

ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন উপদেষ্টা নাহিদ
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:৩৫