নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনে আরিফ মিয়া নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে ১৪৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় ৪০০-৫০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অজ্ঞাত রাখা হয়েছে।
ভুক্তভোগী আরিফ মিয়া নারায়ণগঞ্জ আদালতে মামলার জন্য আবেদন করলে ১৩ ডিসেম্বর শুক্রবার রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলায় অন্যান্য আসামিরা হলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের (৭০), মহাসচিব মো. মজিবুল হক চুন্নু (৬০), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৭০), নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিব হাসান মাহমুদসহ (৫৫) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই দুপুর আড়াইটায় সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে বাদীসহ ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সময়ে ১ থেকে ১০নং আসামির নির্দেশে এবং ১১ থেকে ২০নং আসামির উস্কানিতে ওই মামলার সকল আসামিরা অংশগ্রহণ করে আন্দোলনকারীদের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করা শুরু করে। তখন আসামিরা ভুক্তভোগী আরিফ মিয়াকে উদ্দেশ্য করে গুলি চালালে তার ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হোন। পরবর্তীতে ঘটনাস্থলের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে ইসলামিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
১৪ ডিসেম্বর শনিবার বিকেল ৫টায় মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, শুক্রবার রাতে আমরা মামলা গ্রহণের নির্দেশটি আদালতের মাধ্যমে পেয়েছি। রাতেই আমরা মামলাটি গ্রহণ করি। এ বিষয়ে আদালতের নির্দেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available