• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ১২:৪৮:০৭ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ১২:৪৮:০৭ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুতুবদিয়ায় কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০ এপ্রিল ২০২৩ সকাল ১১:১৩:৫১

কুতুবদিয়ায় কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিজানুর রহমান, কুতুবদিয়া প্রতিনিধি: নানা আয়োজনে কক্সবাজারের কুতুবদিয়ায় ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে দেশের ঐতিহ্যবাহি কৃষক সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে৷

১৯ এপ্রিল বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে দক্ষিণ ধূরুং ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে দক্ষিণ ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন করা হয়৷

দক্ষিণ ধূরুং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নেজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তাহের৷

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা কাইছার সিকদার৷

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আরিফ মোশারফ, সহ-সভাপতি রমিজ আহমদ কুতুবী,  উপজেলা কৃষক লীগের যুগ্ন-আহ্বায়ক মাহাবুব আলম, যুগ্ন আহ্বায়ক নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম লালা, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদু রহিম সিকদার রাসেল, বাস্তুহারা লীগের সভাপতি মনির আহমদ মাতবর, দক্ষিণ ধূরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক জানে আলম সিকদার, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক নুরুল আলম প্রমুখ৷

এতে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষক লীগের সদস্য তারেক মইনুল হক, আলী আকবর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জাহেদুল ইসলাম পারভেস, কৈয়ারবিল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সুজা উদ্দিন, লেমশিখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আরাফাত, উত্তর ধূরুং ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাহামত উল্লাহসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ৷

বক্তারা বলেন, বাংলাদেশ কৃষকলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। কৃষক লীগের দীর্ঘদিনের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে৷ সারাদেশে আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন কৃষক লীগ৷ স্বাধীনতা পরবর্তী দেশকে পূর্ণগঠনে কৃষক ও কৃষক লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ শেখ হাসিনা সরকারের ধারবাহিক উন্নয়ন অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কুতুবদিয়ার কৃষক লীগ মাঠে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা৷

অতীতের তুলনায় কুতুবদিয়ায় কৃষক লীগের অবস্থান আরও সুগঠিত ও গতিশীল হয়েছে বলে তারা প্রশংসা করেন৷

এসময় বক্তারা কুতুবদিয়ার মত একটি বিচ্ছিন্ন দ্বীপে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান৷

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ