• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আশ্বিন ১৪৩১ সকাল ০৬:০৬:৫৪ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আশ্বিন ১৪৩১ সকাল ০৬:০৬:৫৪ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিএনপির নাম ভাঙ্গিয়ে কোনো প্রকার অন্যায় বরদাস্ত করা হবে না: গিয়াস উদ্দিন দিপেন

১ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৫১:৪০

বিএনপির নাম ভাঙ্গিয়ে কোনো প্রকার অন্যায় বরদাস্ত করা হবে না: গিয়াস উদ্দিন দিপেন

বরিশাল প্রতিনিধি: দলের (বিএনপি) নাম ভাঙ্গিয়ে কিংবা দলের পরিচয় দিয়ে কোন প্রকার অন্যায়কে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি প্রদান করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন। অন্যায়কারীকে প্রয়োজনে পুলিশের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি। 

১ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ২নং লতা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক গণমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গিয়াসউদ্দিন দিপেন। 

এসময় যার যার এলাকার বিভিন্ন পেশাজীবী সাধারণ মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে আগামী নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন দিপেন। 

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে  তিনি বলেন, দলীয় হাইকমান্ড থেকে ইতোমধ্যেই চিঠির মাধ্যমে তিনি নির্দেশনা পেয়েছি। বিএনপি দলীয় কোন নেতা কর্মী যদি আওয়ামী লীগের কোন নেতা বা কর্মীর সাথে সখ্যতা বিনিময় করে কিংবা ব্যবসা-বাণিজ্যের লেনদেনে সম্পৃক্ত থাকে, তাহলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন উক্ত ইউনিয়ন বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির শাহীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম।

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহমুদ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন সদস্য ও সচিব পারভেজ খন্দকার, পৌর যুবদল আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন, প্রিন্স হাওলাদার, বাবুল পালোয়ান, ফখর উদ্দিন সোহেল, মোহাম্মদ হোসেন গাজী, মিরাজ শিকদার আরজু , আমিনুল ইসলাম শিপন, সোহাগ সরদার, নান্নু বকশি, তিনু ভূঁইয়া, মুরাদ হোসেনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরপর সারাদেশে সাধারণ জনতাসহ বিএনপি'র নেতা কর্মীগণ উজ্জীবিত হতে থাকেন। ভরাডুবি দেখে আওয়ামী লীগের কর্মীরা স্থানীয় পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দের সাথে সখ্যতা তৈরির চেষ্টাকে ভালো চোখে নিচ্ছে না বিএনপি দলীয় হাইকমান্ড। এ কারণেই বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নির্দেশনায় আওয়ামী লীগারদের সাথে কোন প্রকার সখ্যতা না রাখতে নির্দেশনা প্রদান করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩