• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:২১:৪২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:২১:৪২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাংনীতে কলেজ অধ্যক্ষের সংবাদ সম্মেলন

২৭ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৮:৫৫

গাংনীতে কলেজ অধ্যক্ষের সংবাদ সম্মেলন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে কলেজ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন অধ্যক্ষ খোরশেদ আলী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ খোরশেদ আলী জানান, তিনি কলেজ প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ। বেশ সুনামের সাথে কলেজ পরিচালনা করছেন তিনি। সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে কলেজের (ব্যবস্থাপনা বিভাগের) সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম বুলু ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল আলম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন। বেদারুল ইসলাম নিজেকে অধ্যক্ষ দাবি করে কলেজের শিক্ষক হাজিরা খাতা নিজের কাছে রেখেছেন সেই সাথে মিথ্যা অভিযোগ তুলে সম্প্রতি মানববন্ধন করেছেন।

লিখিত বক্তব্যেই অধ্যক্ষ খোরশেদ আলী আরো জানান, সাজেদুল ইসলাম বুলু ও বেদারুল আলম কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার পরিবেশকে বিতর্কিত করছেন। তারা নিয়ম বহির্ভূত বিষয় নিয়ে বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছেন। এই দুই সহকারী অধ্যাপকের হাত থেকে কলেজটিকে বাঁচাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন অধ্যক্ষ খোরশেদ আলী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মুরাদ হোসেন, গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যথাক্রমে-হারুন অর রশীদ রবি ও রমজান আলীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯