• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩১ ভোর ০৫:৫৮:১২ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩১ ভোর ০৫:৫৮:১২ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:৫২:২৭

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: গত প্রায় এক মাস ধরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন ঢাকার নবাবগঞ্জে লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন ওই অঞ্চলের বাসিন্দরা। দিনে বিদ্যুৎ আসার কিছুক্ষণ পরই চলে যায়, আবার দীর্ঘক্ষণ পর আসে।

শুধু দিনেই নয়, রাতেও একই অবস্থা চলছে। গ্রাহকদের অভিযোগ, দিনেরবেলা যেমন রোদ আর গরম। এরমধ্যে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় যে লোডশেডিং শুরু হয়েছে, এভাবে আর চলা যাচ্ছে না। বয়স্ক ও শিশুদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে। উচ্চ রক্তচাপের রোগীদের দিন কাটাতে হচ্ছে অতিরিক্ত ঝুঁকি নিয়ে।

অন্যদিকে লোডশেডিংয়ের কারণে শুধু বাসাবাড়িতে সমস্যা নয়, অফিস-আদালতেও সমস্যা দেখা দিয়েছে। উপজেলা সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, ব্যাংক বীমা, সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরে বিদ্যুৎ ছাড়া কাজ করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় দীর্ঘ ভোগান্তি পোহাতে হচ্ছে সেবাগ্রহীতাদের।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন এশিয়ান টিভি অনলাইনকে মুঠোফোনে বলেন, ‘আমরা যতটুকু বিদ্যুৎ পাই ততটুকুই সাপ্লাই দিয়ে থাকি। তবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমরা পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছি না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বাস চাপায় দাদি-নাতি নিহত
১৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৫:০৭

ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
১৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৭:০৭


আশুলিয়ায় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের
১৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৫:০২