• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ১০:১৮:১৯ (05-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ১০:১৮:১৯ (05-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

স্বৈরাচারীরা যেন আর গর্জে উঠতে না পারে: আফরোজা খানম রিতা

১২ আগস্ট ২০২৪ সকাল ০৯:৩৪:০৯

স্বৈরাচারীরা যেন আর গর্জে উঠতে না পারে: আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় বিএনপির সম্প্রীতি ও শান্তি সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জ জেলা সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে তারা যেন আর গর্জে উঠতে না পারে, সে দিকে নজর রাখতে হবে। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

১১ আগস্ট রোববার সন্ধ্যায় শিবালয় উপজেলার আরিচা বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি ও শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনে আজ আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আমরা সবাই মিলে কথা বলতে পারছি। আমরা গণতন্ত্রকে ফিরে পেয়েছি। এই গণতন্ত্র ও স্বাধীনতাকে যারা ফিরিয়ে এনেছে, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ ও মুগ্ধ, রফিকসহ যে সকল ছাত্র-ছাত্রী শহীদ হয়েছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা যা অর্জন করেছি, তাতে আমরা কেবল একটা ধাপ পার হয়েছি। আমাদের অনেক দূর যেতে হবে। সে জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

আফরোজা খান রিতা আরও বলেন, ‘এই মুহূর্তে সাধারণ  জনগণ ও ব্যবসায়ীদের দিকে খেয়াল রাখতে হবে। আপনাদের স্পষ্ট করে বলতে চাই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি কেউ চাঁদাবাজি করতে আসে তাহলে তাকে বেঁধে প্রশাসনের হাতে তুলে দেবেন। আমাদের দলীয় কেউ চাঁদাবাজি করলে এবং তা প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’

শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বেপারী লাভলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এসএ কবির জিন্না, সদস্য সত্যেন্দ্র পন্ডিত ভোজন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুর রহমান, সদস্য ও মো. ইকবাল হোসেন, শিবাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন আলাল প্রমুখ।

এসময় বিশেষ অতিথি এসএ কবির জিন্নাহ উপজেলার সব ইউনিয়ন, ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কোনো প্রকার সহিংসতায় জড়িত না হতে কঠোরভাবে নির্দেশ দেন। এ বিষয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এছাড়া, সংখ্যালঘু পরিবার, মন্দির এবং সরকারি স্থাপনা পাহাড়া দিয়ে রক্ষা করার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ
৫ অক্টোবর ২০২৪ রাত ০৮:১২:০৩