• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪১:৩৬ (16-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৪১:৩৬ (16-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে টিসিবির পণ্য ক্রয় করতে না দেয়ার অভিযোগ

২২ মার্চ ২০২৩ বিকাল ০৪:২৮:১৩

নবীনগরে টিসিবির পণ্য ক্রয় করতে না দেয়ার অভিযোগ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাকি উদ্দিনের বিরুদ্ধে ন্যায্য মূলের টিসিবির পণ্য না দেয়ার অভিযোগ উঠেছে। দুই গ্রামের হতদরিদ্র ও অসহায় মানুষ ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে এ অভিযোগ করে।

২০ মার্চ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়ন পরিষদের টিসিবির পণ্য ক্রয়ের লাইনে দাড়িয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে তাদের।

সরেজমিনে গেলে ভোক্তভুগী সাধারণ মানুষ জানান, আমরা সকাল থেকে কম দামে টিসিবির পণ্য কেনার জন্য পরিষদের লাইনে দাঁড়িয়ে আছি। এখন দুপুর হয়ে গেছে, চেয়ারম্যান বা টিসিবি পণ্যের কোনও দেখা নেই।

৬নং ও ৯নং ওর্য়াডের হতদরিদ্র সাধারণ মানুষ জানান, আমাদের ওর্য়াডের মেম্বারের সাথে চেয়ারম্যানের বিরোধের কারণে, গত তিনমাস যাবৎ আমরা টিসিবির পণ্যসহ ইউনিয়ন পরিষদের সরকারি কোনও সুবিধা পাচ্ছি না। আমাদের উপর অন্যায় করা হচ্ছে, আমরা বিচার চাই।

ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ইয়ার হোসেন ও ৯ নং ওয়ার্ডের মেম্বার মো. ইলিয়াস জানান, গত তিন মাস যাবৎ আমাদের ওয়ার্ড দুটিতে টিসিবি পণ্যসহ সব ধরণের সেবা বন্ধ করে দিয়েছে চেয়ারম্যান। ফলে ভোগান্তির শিকার হচ্ছে আমাদের দুই ওয়ার্ডের সাধারণ মানুষ।

ইউপি সদস্যরা আরও জনান, চেয়ারম্যান সাধারণ মানুষজনদের জিম্মি করে জন্মনিবন্ধন ফি ২শ টাকা ও ওয়ারিশ সার্টিফিকেট বাবদ ৫শ টাকা করে নিচ্ছেন। আমরা এসবের বিরোধিতা করায় টিসিবি পণ্যসহ সব ধরণের সেবা বন্ধ করছেন তিনি।

ভোক্তভুগী আরেক জন জনান, জন্ম নিবন্ধন করতে গেলে সরকারি ফি থেকে অধিক মূল্যে টাকা দিতে হয়। অধিক ফি দিয়েও আমরা সময় মত সেবা গ্রহণ করতে পারছি না। শুধু জন্ম নিবন্ধন নয় ইউনিয়নের বিভিন্ন সেবা থেকে আমরা বঞ্চিত।

এ বিষয়ে জানাতে ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যানের অফিস তালাবদ্ধ পাওয়া যায়। পরে মঠোফোনে ইউপি চেয়ারম্যান কাজী জাকি উদ্দিন জানান, আমি মসজিদের ছাদ ডালাই করছি,এখন আসতে পারবোনা। আমার বিরোদ্ধে কোনও নিউজ করার থাকলে করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক বলেন, এ ব্যাপারে কোনও অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২৩ মে পর্যন্ত জামিন পেলেন ড. ইউনূস
১৬ এপ্রিল ২০২৪ দুপুর ১২:২৯:৫১

নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন
১৬ এপ্রিল ২০২৪ দুপুর ১২:২৩:২২