• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪৯:২০ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪৯:২০ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরে ঈদ ক্রিকেট ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণ

২৪ জুন ২০২৪ দুপুর ০২:১৮:১৮

রংপুরে ঈদ ক্রিকেট ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণ

রংপুর ব্যুরো: রংপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ঈদ ক্রিকেট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরের দিন সকালে খেলবো মোরা সবাই, মিলবো মোরা সবাই এই স্লোগানকে নিয়ে রংপুর শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে ১৯৯৬ থেকে ২০২২ ব্যাচ এর ২৪ দল নিয়ে জমকালো আয়োজন করেন রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। খেলা শেষে বিজয়ী দলকে ২৩ জুন রোববার বিকেলে পুরস্কার দেয়া হয়েছে।

২৪ জুন সোমবার আয়োজক কমিটির সদস্যরা জানান, ক্রিকেট ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাছিমা জামান ববি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. আল আমিন।

ঈদ ক্রিকেট ফেস্টিভ্যাল আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মোস্তফা আলম বনি, সদস্য সচিব রংপুরের পর পর ৬ বার শ্রেষ্ঠ করদাতা ও রয়্যালটি মেগামলের চেয়ারম্যান তৌহিদ হোসন দায়িত্ব পালন করেন। সন্ধ্যায় ইনডোর স্টেডিয়ামে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল ইসলাম মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুক, রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. আল আমিন, আরএমসি শপিং কমপ্লেক্সের সভাপতি জয়নাল আবেদীন, কবি সাহিত্য ও লেখক এবং প্রাক্তন ছাত্র রানা মাসুদ, সুমি গ্রুপের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফীসহ নেতৃবৃন্দ।

পুরস্কার বিতরণের আগে রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাসনাত রিফাতের স্মরণে দোয়া হয়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

দুটি ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ১৯৯৬ ব্যাচ ও ২০০২ ব্যাচ। ১৫০ রান করে চ্যাম্পিয়ন ১৯৯৬ ব্যাচ। এদিকে আরেকটি ফাইনালে ২০১৩ ব্যাচের সঙ্গে ২০১৯ ব্যাচ। চ্যাম্পিয়ন হয়েছেন ২০১৯ ব্যাচ।

জমকালো আয়োজন ছিল অনুষ্ঠানটির। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়েছে বলে জানান আয়োজক কমিটির সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
২২ অক্টোবর ২০২৪ দুপুর ০২:১৩:০৫

নাঙ্গলকোটে সবজির চড়া মূল্যে দিশাহারা মানুষ
২২ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৫১:৪৩

ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে
২২ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৪১:৪৪

গুলশানে উদ্যোক্তাদের এক অনন্য মিলনমেলা
২২ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৩৮:১৮