• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:৫৫:৩৮ (08-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:৫৫:৩৮ (08-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নাঙ্গলকোটে চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার

২৭ এপ্রিল ২০২৪ সকাল ০৯:৩৬:৫২

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নাঙ্গলকোটে চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাপ-পিরিচ প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় মাজহারুল ইসলাম ছুপুকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের ১নং সদস্য।

২৬ এপ্রিল শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ প্রধান করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া বলেন, বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না। দলের এমন সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম বলেন, মাজহারুল ইসলাম ছুপু উপজেলা যুবদলের ১নং সদস্য। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে মাজহারুল ইসলাম ছুপু বলেন, তিনি এখন নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। এগুলো এখন দেখার বিষয় নয়, নির্বাচনের পরে দেখা যাবে।

এর আগে মঙ্গলবার ও বুধবার বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করায় মাজহারুল ছুপু ছাড়া ও বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়া আরও ৭৩ জন নেতাকে বহিষ্কার করেছে  বিএনপি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ