• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:২০:০৫ (05-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২০শে আশ্বিন ১৪৩১ রাত ০৯:২০:০৫ (05-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দৌলতদিয়ায় লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

৩০ মার্চ ২০২৪ সকাল ০৯:৫০:২৭

দৌলতদিয়ায় লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে ফিরোজ শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

৩০ মার্চ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত যুবক মানিকগঞ্জ জেলার শিবালয়ে থানার ট্রাক টার্মিনাল এলাকার মো. আজগর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতদিয়া থেকে পাটুরিয়া যাওয়ার সময় লঞ্চে উঠতে গিয়ে অসাবধানতা বসত পানি পড়ে যায় ফিরোজ।  এ সময় স্থানীরা নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অনেক খোঁজাখুঁজির পর সকাল ৯টায় ফিরোজের মরদেহ নদী থেকে উদ্ধার করে।

পরবর্তীতে নিহতের পিতা ও মাতাকে খবর দেওয়া হলে তারা ঘটনা স্থলে এসে মৃত ব্যক্তি ফিরোজ তাদের ছেলে হিসেবে শনাক্ত করেন।  

নিহত ফিরোজের বাবা আজগর শেখ জানান, তার ছেলের মৃগী রোগ ছিল। এছাড়াও তার মৃত্যুর আরও কোনো কারণ আছে কিনা তা নির্ণয়ের জন্য মৃতদেহটি রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি অপমৃত্যু মামলার দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বড়লেখায় ২ দিন ধরে কিশোর নিখোঁজ
৫ অক্টোবর ২০২৪ রাত ০৮:১২:০৩