• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৩১:১৬ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৩১:১৬ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১০ দোকান, ক্ষয়ক্ষতি কোটি টাকা

২৮ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:০০:৫৭

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ১০ দোকান, ক্ষয়ক্ষতি কোটি টাকা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের জকসিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

২৮ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার জকসিন পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুইপাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সড়কে যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস জানান, বেলা সাড়ে ১২টার দিকে জকসিন পূর্ব বাজার আব্দুর রহিম সুপার মাকের্টে খোকনের ভাংগারি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী সৌরভ হোটেল, মন্নান স্টোর, একটি সেলুন, ফার্নিচার, টায়ারের দোকানসহ ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। সময়মত ফায়ার সার্ভিস না আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীরা।

এদিকে জকসিন বাজার কমিটির কোষাধ্যক্ষ জানান, বাজারে সবসময় যানজট লেগে থাকায় আগুন লাগলে দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হয়। এতে বাড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ। যানজট নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা জানান, ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ