• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৪০:৫৭ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৪০:৫৭ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জয়পুরহাটে হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

১৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৫১:৫৬

জয়পুরহাটে হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি: এশিয়ান টিভি

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে আবু হোসেন হত্যা মামলায় ৫ জনকে ফাঁসি ও একই সঙ্গে তাদের সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। 

এর মধ্যে একজন পলাতক রয়েছেন এবং মামলা চলাকালীন ২ জন মৃত্যুবরণ করায় তাদেরকে খালাস দেওয়া হয়েছে।

১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. নুরুল ইসলাম এই রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবির মো. রব্বানী, মো. রাফিউল, মো. মোজাফ্ফর হোসেন, মোছা. আমিনা বেগম ও মোছা. সহিদা বেগম।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ২৫ মার্চ সকাল নয়টার দিকে দরগাপাড়া গ্রামে বাড়ির সামনে খড়ের গাদা থেকে খড় খোলার সময় পূর্বশত্রুতার জেরে এসব আসামি ধারালো অস্ত্র দিয়ে আবু তাহেরের ওপর হামলা করে। এ ঘটনায় তিনি আহত হন এবং ঘটনাস্থলে তার ছেলে আবু হোসেন উপস্থিত হলে আসামিরা তাকেও মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আবু হোসেনকে উদ্ধার করে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে আবু হোসেনকে রাজধানীর ইবনে সিনায় স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের বাবা আবু তাহের ৪ এপ্রিল ৯ জনের নামোল্লেখ করে পাঁচবিবি থানায় মামলা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ